কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম নাগেশ্বরীর কচাকাটায় নারীবান্ধব শিক্ষা নিশ্চিতে সিএসও নেটওয়ার্কের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জেন্ডার রেসপন্সিভ স্কুল এন্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভ (জিআরএসসিএসআই) প্রকল্পের আওতায় শনিবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপি কচাকাটা বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা। আরও বক্তব্য রাখেন ইএসডিও প্রকল্প ম্যানেজার গোলাম ফারুক, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল, বল্লভের খাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রাজ্জাক, কচাকাটা থানা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সফিক সরকার,কবি আব্দুস সালাম,কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর,মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাফী প্রমূখ। কর্মশালায় দুর্যোগ প্রবণ এলাকার শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে অধিক দক্ষতা অর্জন, নারী বান্ধব শিক্ষা নিশ্চিত ও বিদ্যালয় নিরাপত্তা পরিকল্পনা বান্তবায়নের লক্ষ্যে আলোকপাত করা হয়। কর্মশালায় স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি অংশগ্রহন করেন।
Leave a Reply