ষ্টাফ রিপোর্টারঃ জুয়ার আসরে হানা দিয়ে তিন ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এলাকার পরানগঞ্জ ইউনিয়নের চরহাশা দিয়া নদীরপার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পরানগঞ্জ ইউনিয়নের চরহাশা দিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদীর ধারে নির্জন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে জুয়ার আসর বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীমডেল থানার পুলিশ অতর্কিতে হানা দেয় সেখানে। পুলিশের উপস্থিতি টের পেয়ে যে যার মতো ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। এসময় জুয়ার আসরের বিভিন্ন প্রজার সরঞ্জামাদী পুড়িয়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
Leave a Reply