January 15, 2025, 7:39 am
হাফিজুর রহমান.টঙ্গাইল জেলা প্রতিনিধি::
“স্কাউটিং করি সুন্দর জীবনের স্বপ্ন দেখি” এই শ্লোগানে টাঙ্গাইলের মধুুপুরে ৯ম স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ডিসেম্বর২২)ইং বিকেলে পৌরসভার রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা মধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে দেন, উপজেলা স্কাউটের কমিশনার আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার ও মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি আজিজুর রহমান সহ অন্যান্যরা।
এসময় উপজেলা কাব লিডার শাজাহান আলী, নাজমা আক্তার, সাংবাদিক হাফিজুর রহমান ও চাপড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ সহ স্কাউটের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ স্কাউট সমাবেশ ১৭ ডিসেম্বর থেকে ২০ডিসেম্বর পর্যন্ত চলবে। উক্ত স্কাউটিংএ উপজেলার ২৬ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ মোট ২২৪ জন অংশ নেয়। পরে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটিং শুরু হবে।