ইয়ারপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে আনারস মার্কার প্রচারণা-জনমতে এগিয়ে সুমন ভুঁইয়া

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আনারস মার্কার প্রচারণা-জনমতে এগিয়ে সুমন ভুঁইয়া। ইয়ারপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া দলমত নির্বিশেষে প্রচারণা ও জনমতে এগিয়ে আছেন বলে এলাকাবাসী জানায়।
শনিবার (১৭ ডিসেম্বর ২০২২ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে (স্বতন্ত্র) আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শামিম আহমেদ সুমন ভুঁইয়ার ধারাবাহিক ভাবে নির্বাচনী জনসভা ও জোর প্রচারণা চলমান রয়েছে। প্রচারণা ও জনমতে এগিয়ে আছেন সুমন ভুঁইয়া। তিনি ইয়ারপুর ইউনিয়নের জামগড়া, ঘোষবাগ, জিরাবোসহ বিভিন্ন এলাকায় জনতার চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসী জন¯্রােতে রূপান্তরিত করেছেন। গতকাল ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের জামগড়া মীর বাড়ি এলাকায় ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের বিভিন্ন ব্যানারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামগড়া যুবসমাজের বৃহত্তর একটি সংগঠন (স্বরলা ক্লাব) এর বেশিরভাগ সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত গন্যমান্যব্যক্তিবর্গ মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়ার সুযোগ্য এতিম সন্তান জনগণের সেবক হিসেবে কাজ করতে গিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তাকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটি হারাতে হয়, তাই এলাকাবাসী সর্বস্তরের জনগণ তার পাশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে আনারস মার্কার ভোট চাচ্ছেন, তাদের দাবি আনারস মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি।
বিশেষ করে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পর পর ৩বার বিপুল ভোটে নির্বাচিত ও বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত (২৮ অক্টোবর ২০২২ইং) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর কারণে ইয়ারপুর ইউনিয়ন পরিষদটির আসন শুণ্য ঘোষণা করা হয়। সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়ার একমাত্র ছেলে সুমন ভুঁইয়া’র নির্বাচনী প্রচারণায় উৎসব মূখর পরিবেশে প্রতিদিন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জন¯্রােতে পরিণত হয়েছে ইয়ারপুর এলাকা। তার একটি চিত্র প্রকাশ করা হলো। জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা আ লিক কমিটির আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান আতিক পাটোয়ারী, যুগ্ন-আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি, আশুলিয়া থানা স্বেচ্ছোসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুমন মীরসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ রাতদিন একযোগে কাজ করে যাচ্ছেন সুমন ভুঁইয়ার আনারস মার্কার বিজয়ের লক্ষ্যে।
ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে (স্বতন্ত্র) আনারস মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়া বলেন, আমি ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমার বাবা চিকিৎসার জন্য আমি ভারতে গিয়েছিলাম তখন আমাকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়, এখন পদ নেই এতে কি হয়েছে? আমি সুমন ভুঁইয়া, আমাকে নতুন করে চিনতে হবেনা, আমি গরীবের বন্ধু আছি, গরীবের বন্ধু হিসেবে কাজ করতে এলাকাবাসী সবার কাছে আনারস মার্কায় ভোট চাই। সুমন ভুঁইয়া আরও বলেন, আমার বাবা সৈয়দ আহমেদ মাষ্টার নৌকার মাঝি হিসেবে বিপুল ভোটে এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আমি তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আমি সবার কাছে দোয়া চাই, ইয়ারপুর ইউনিয়নবাসী আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সবার স্বার্থে কাজ করবো কথা দিলাম।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে (২৯ ডিসেম্বর ২০২২ইং) ভোট গ্রহণ হবে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০ জন, ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১ জন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *