আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের মেধা বৃত্তি অনুষ্ঠিত

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুরে আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করতে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো শনিবার(১৭ ডিসেম্বর২২)ইং সকালে উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়, আউশনারা কলেজ ও আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আউশনারা-বোকারবাইদ মাদ্রাসা মোট ৪ টি কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১৭’শ পরীক্ষার্থী অংশ নেয়।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্ণেল মো: তৌফিকুল ইসলাম, মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুলর আলম মনি, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন, আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সভাপতি বাদশা,সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আহম্মেদ সহ অন্যান্যরা।

আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের আয়োজকরা জানান, শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করতে সকল বিষয় সহ বঙ্গবন্ধুর জীবনীর উপর এ মেধা বৃত্তি পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। সামনের দিনেও এ ধারা অব্যহত থাকবে।

এসময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *