August 25, 2025, 5:14 pm
এম এ আলিম রিপন,সুজানগর : সুজানগরে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সুজানগর পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে পূষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ। এদিন সকালে পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে পূষ্পার্ঘ অর্পণকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,পৌর মেয়র রেজাউল করিম রেজা,পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে পৌর সভাকক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নরুনবী সরকার,সুজানগর পৌরসভা কর্মকর্তা -কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। শেষে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম। এছাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সুজানগর পৌরসভার পক্ষ থেকে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি