January 23, 2025, 9:49 am
এম এ আলিম রিপন,নিজস্ব প্রতিবেদক,সুজানগর: সুজানগরে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নেতৃত্বে বের হওয়া বিজয় দিবসের র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র রেজাউল করিম রেজা,পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল)রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, কেন্দ্রীয় আ.লীগ নেতা আশিকুর রহমান খান সবুজ, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাঁতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুল হাই, মতিউর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল,সাধারণ সম্পাদক শেখ তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত করার আহ্বান জানিয়ে বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা এ দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের ও ২ লক্ষ ৬৯ হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে যারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তাদের চেতনায় ছিল স্বাধীনতা, হৃদয়ে ছিল বঙ্গবন্ধু ও কণ্ঠে ছিল জয় বাংলা। তাই প্রতিক্রিয়াশীলতা,উগ্রতা,মৌলবাদ ও জঙ্গিবাদ রুখতে মুক্তিযোদ্ধার সন্তানদের অতন্দ্র প্রহরীর মতো অবতীর্ণ হতে হবে। সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সাথে পরিচিত না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্মুখ ধারনা প্রদান করতে হবে। এর আগে ভোরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো.তরিকুল ইসলাম, পৌরসভার পক্ষে মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আ,লীগের পক্ষে সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সুজানগর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। শেষে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি