নড়াইলেব ঙ্গবন্ধুর ম্যুরালে ও পানি উন্নয়ন বোর্ড অফিসের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলেব ঙ্গবন্ধুর ম্যুরালে ও পানি উন্নয়ন বোর্ড অফিসের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ। নড়াইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আ. লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এদিন প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, জেলা জজ আদালতের পার্শ্বে বধ্যভূমি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে, পানি উন্নয়ন বোর্ড অফিসের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিগন।
সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এছাড়া বাদ যোহর সকল মসজিদ এবং সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এদিন দুপুরে হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
পৌর সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুলে দুপুর আড়াইটায় মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর সাড়ে তিনটায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম নড়াইল পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *