তারাকান্দায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচি মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
পালিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত প্রশাসনের বিভিন্ন সহ কর্মকর্তাগণকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

একই দিনে তারাকান্দায় কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিসপ্লে, শারীরিক কসরত এবং উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও সালমা আক্তার কাকন।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রাজুসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *