মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত

মোংলা প্রতিনিধি
মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া উম্মুক্ত রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে এবারই প্রথম দুইদিন যুদ্ধ উম্মুক্ত রাখছেন নৌবাহিনী। যার ফলে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার যুদ্ধ জাহাজ উম্মুক্ত করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবারও বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ জাহাজ সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পরিদর্শনে উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন করতোয়া জাহাজের অধিনায়ক কমান্ডার মোঃ রাশেদুল করিম। তিনি জানান, এছাড়া ১৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার দিগরাজ নৌঘাঁটির মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্রও। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *