August 25, 2025, 9:56 am
বানারীপাড়া প্রতিবেদক।। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় সলিয়া বাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনের সম্মলনে তরুলতা খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়। বিদ্যলয়ের প্রধান শিক্ষক এম তরিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির প্রতিনিধি ও নতুনমুখ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক, বানারীপাড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের উপজেলা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ। সম্মেলন শেষে তরুলতা খেলাঘর আসরের এম তরিকুল ইসলাম তারেক সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। পরে নতুন কমিটিকে খেলা ঘরের উপজেলা কমিটির সভাপতি শপথ বাক্য পাঠ করান।#