August 25, 2025, 2:20 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় শাহিনুর নামে এক গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শাহিনুরের শশুর বাড়ির লোকজন। তবে কিভাবে ওই গৃহবধূ মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান পুলিশ। শাহিনুর আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের খলিল তাজ এর মেয়ে । এ বিষয়ে নিহতের বাবা খলিল তাজ জানান আট বছর আগে সোমাইরপাড় গ্রামের রশিদ বাহাদুরের পুত্র জসিম বাহাদুর এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহর পর থেকে জসিম বাহাদুর এবং তার বাবা রশিদ বাহাদুর যৌতুকের জন্য অত্যাচার করতেন । গৃহবধূ শাহিনুর অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন । এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।