মির্জাপুরের বানাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মির্জাপুরের বানাইল ইউনিয়নের কুড়ালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপনে বুধবার(১৪ ডিসেম্বর২২)ইং সকালে বিদ্যালয়ের হলরুমে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যে রাখেন-বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমা আক্তার, লিজা আক্তার প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে আলবদর ও রাজাকাররা এ দেশকে মেধাশূন্য করেছে। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের দরবারে দেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর বর্তমান প্রজন্মকে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ এগিয়ে যাচ্ছে দেশ। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, তা পালন করতে হবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা আক্তার, শাহনাজ আক্তার ও শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *