নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) নড়াইল জেলা জজ আদালতের ২৫ গজ দূরে চিত্রা নদীর পাড়ে অবস্থিত ‘৭১ এর বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মুক্তিযুদ্ধের নয় মাসে অসংখ্য নারী-পুরুষকে ধরে এনে নড়াইল ডাক বাংলো এবং পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোয় স্থাপিত পাক বাহিনীর ক্যাম্পে নির্যাতন-ধর্ষণের পর চিত্রা নদীর লঞ্চঘাট পল্টুনে নিয়ে গিয়ে জবাই করে, গুলি করে করে হত্যা করার পর নদীতে ভাসিয়ে দেওয়া হত। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সংরক্ষিত করা হয়েছে গনকবর, বদ্ধভুমি এবং স্মৃতিসৌধ। ‘৭১ এর বধ্যভূমি’ সৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসনের পক্ষে মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খানম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *