সুজানগরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মরণসভা

এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২ ডিসেম্বর) সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মৃতিচারণ করে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাহান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনুস আলী বাদশা, মো.ইমদাদুল হক, মেহেদী মাসুদ, মোছা.লায়লা খাতুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক সদস্য আব্দুর রহিম, শিক্ষক সদস্য(সংরক্ষিত) শামীমা নার্গিস, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলুর রহমান। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *