May 13, 2025, 12:32 pm
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। বানারীপাড়ায় ১৫ টাকা কেজির ওএমএস’র চাল বিতরনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অভিযোগ উঠেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের ওএমএস’র ডিলার ইয়াছিন খান ৩০ কেজি চাল ৪৫০ টাকায় বিক্রির নিয়ম থাকলেও ওই টাকায় ২৪-২৫ কেজি চাল গরীব অসহায়দের কাছে বিক্রি করেন। এ ছাড়া ওই ডিলার ইলুহার বাজারে গোপনে ৩০ কেজি চাল এক হাজার টাকায় বিক্রি করে। বিষয়টি স্থানীয় বাবুল খা, হক বিশ্বাসের স্ত্রী সহ আরো ভূক্তভোগীরা অভিযোগ করেন। এ ব্যপারে ১২ ডিসেম্বর একই এলাকার মোঃ সিদ্দকুর রহমান তালুকদার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে সংশ্লিস্ট ওএমএস’র ডিলার ইয়াছিন খান বলেন, অভিযোগ সত্য নয়। প্রশাসন তদন্ত করে যে ব্যবস্থা নেবে আমি মেনে নেব।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।