এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ১২ ডিসেম্বর। সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, শহিদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাগণ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply