ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি যুবককে বেনাপোলে হস্তান্তর

আজিজুল ইসলামঃ
ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশি যুবককে ৩ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে মুন্না খাঁন (২৬), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগাতি গ্রামের কবির হোসেনের ছেলে আরিফুর হোসেন (২৩), নরসিংদী জেলার সদর উপজেলার আব্দুল্লা আহম্মেদর ছেলে তোফেল আহম্মেদ (২৪), ময়মনসিংহ জেলার আব্দুর কাদের মিয়ার ছেলে হুমায়ুন কবির (২৮), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সুরোত আলী গাজীর ছেলে আরিফুল (২২), বরিশাল পটুয়াখালী উপজেলার আব্দুল কাদের হাওলাদারের ছেলে আল-আমিন (২৫) ও সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার আববাচ্ছতুল্লার ছেলে মোকছেদ আলী (৩০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে এসব যুবকরা বিভিন্ন সময়ে ভারতে পাচারের পর, সেদেশের পুলিশের কাছে আটক হয়। ৩ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। পরে, ৭ যুবককে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ভারতে পাচারের শিকার ৭ যুবককে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *