February 5, 2025, 5:06 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
তুচ্ছ ঘটনায় পাইকগাছায় চা দোকানদার চা পিপাঁসু পরান সাধু (৪৩) নামে এক দিন মজুরকে কেটলির গরম জল ছুড়ে শরীর ঝলসে দেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর শনিবার রাত ৮ টার দিকে উপজেলার গদাইপুর ইউপি’র বোয়ালিয়া সাধুঁখা পাড়ার সার্বজনীন পূজা মন্দিরের পিছনে সুদাম দাশের চায়ের দোকানে। খবর পেয়ে ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত সুদাম গা ঢাকা দেয়।
আহতের পরিবারে ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালিয়ার মৃতঃ দুলাল সাধুর ছেলে বাজার কুলি পরান সাধু রাত ৮ টার দিকে সুদাম দাশের চা’র দোকানে বসে চা পান করে ও একটি পান চান। এ মুহুর্তে দোকানদার সুদাম চা তৈরী করছিল। পরান সাঁধু বলেন ব্যস্ততার কারনে আমি দোকানদার সুদাম এর লুঙ্গি ধরে টান দিয়ে দ্রুত পান দাবী করি। এ অপরাধে সুদাম উত্তেজিত হয়ে আমার শরীরে উত্তপ্ত গরম জলের কেটলী ছুড়ে মারেন। মুহূর্তেই মুখ-বুক ও শরীর ঝলসে যায়। স্থানীয়রা জানান, সুদাম দাশের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। এ অভিযোগ সম্পর্কে ওসি মোঃ জিয়াউর রহমান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।