May 13, 2025, 1:11 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার জন্য মর্যাদা-স্বাধীনতা এবং ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর বেলা ১১ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে চকময়রাম এলাকাস্থ্য হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে আলোচনা সভায় মিলিত হয়। ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ মুক্তাদিরুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নারী নেত্রী তমা আকতার, কাউন্সিলর আব্দুল হাকিম, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি কাউন্সিলর আমজাদ হোসেন, সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমব্রম, সুফল চন্দ্র বর্মন প্রমুখ।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।