August 24, 2025, 6:50 pm
হেলাল শেখঃ বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশের ঢাকার আশুলিয়ার জামগড়ায় চৌরাস্তায় ৭৪তম মানবাধিকার দিবস পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র আশুলিয়া থানা শাখা ও ঢাকা বিভাগের নেতৃবৃন্দ। ১৯৪৮ সালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রথম পালিত হয় আমেরিকায়, এরপর থেকে বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়ে আসছে।
শনিবার (১০ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১১ টায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছেন সংস্থাটির সদস্যগণ ও নেতৃবৃন্দ।
এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর ২০২২ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার জামগড়া জালাল প্লাজার (২য় তলায়) ফ্যান্টাসী কর্ণার চাইনিজ এন্ড থাই রেস্টেুরেন্টে ১৬ই ডিসেম্বর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের নেতৃবৃন্দ। প্রথম পর্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন (লিটন)। এ সময় সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), স ালনা করেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ। ওই দিনই আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির শাখা অফিস উদ্বোধন করেন এই সংস্থার চেয়ারম্যান ও দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক এস এম নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অর্থ সচিব ও দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কলিম উদ্দিন।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি ঘোষণা করা হয় সরদার বাচ্চু মিয়াকে, তিনি অফিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এরপর থেকেই বাচ্চু সরদার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গ্রামীণ টিভি’র প্রতিনিধি পলাশ হাওলাদার, সবুজ খান, দৈনিক দেশেরপত্র পত্রিকার ঢাকা উত্তর প্রতিনিধি দাউদুল ইসলাম নয়ন, ঢাকার ডাক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি নাজমুল ইসলাম, গ্রামীণ টিভি’র সম্পাদক আতিয়ার ইসলাম, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি তিশা আক্তার ও বিভিন্ন ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহাণ করেন।
১০ ডিসেম্বর ২০২২ইং ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সেই সাথে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। অতিথিগণ এ সময় বক্তব্যে বলেন, মানবাধিকার কর্মীসহ “সাংবাদিকদের মান উন্নয়নে করনীয়” আলোচনা সভায় আমরা বলতে চাই “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং বিশেষ অতিথিগণ বলেছেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রায় একরকম ভাবে ভালো কাজ করবেন, আর যারা আপনারা ভালো কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশবাসী সবাইকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক এই স্লোগানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সদস্যগণ আশুলিয়ার জামগড়া থেকে র্যালী বের করেন র্যালীটি ফ্যান্টাসী কিংডম পর্যন্ত গিয়ে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) সভাপতিত্ব করেন, এ সময় স ালনা করেন আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সভাপতি বাচ্চু সরদার, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র অর্থ সচিব কলিম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, আমেরিকা বিনা বিচারে মানুষ হত্যা করছে, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এদিকে বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, বাংলাদেশকে দোষ দিচ্ছে যে, মানবাধিকার লঙ্ঘন করছ্।ে আসলে বাংলাদেশের উন্নয়ন তাদের ভালো লাগছে না তাই তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। মানবাধিকার দিবস-২০২২ এবারের প্রতিপাদ্য “মানব মর্যাদা- স্বাধীনতা আর ন্যায়পরায়ণতায় দাঁড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়” বার্তা প্রেরক-জাতীয় মানবাধিকার কমিশন।