February 5, 2025, 9:53 am
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয় দুর্নীতিমুক্ত ও দলালমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। একই সাথে তিনি জেলার সকল দপ্তরকে দুর্ণীতিমুক্ত রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার আহবান জানিয়েছেন।
সোমবার (৫নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন এর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে তাদের সাথে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন এবং আহবান জানান।
রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোস্তাফিজার রহমান। সোমবার দ্বিতীয় কর্মদিবসেই জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম করেন তিনি। এসময় তিনি বলেন, কেউ কোন দুর্ণীতি আর অনিয়মে জড়াবেন না,সরকারের সেবামোলক কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার চেষ্টা করুণ। যে কোন বিষয়ে আমার উপর আস্থা রাখুন। নিজে ঠিক থাকার চেষ্টা করুণ।
জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দালালাদের দৌরাত্ম প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন এসেছি। একটু গুছিয়ে নিয়ে এব্যাপারে ব্যবস্থা নেবো। তাই সকলের সহযোগীতা প্রয়োজন। জেলা প্রশাসক কার্যালয়ের ইমেজ উত্তরণ, দালালমুক্ত করতে ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকরা অনেক সময় আমাদের কর্মসূচি জানতে পারেন না। তাই এখন থেকে প্রতিদিনের কর্মসূচি ফেসবুকের মাধ্যমে সবাইকে অবহিত করতেও তিনি তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি প্রত্যেকটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের নামে একটি করে ফেসবুক আইডি খুলে দৈনিক কর্মকান্ড মানুষকে জানানোরও আহবান জানান। এছাড়াও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফেসবুক একাউন্ট খুলে তাদের দিনের কার্যক্রম ফেসবুকে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসক কে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ময়মনসিংহের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।