মোংলায় বিএনপির ৩ নেতা-কর্মী আটক

মোংলা প্রতিনিধি
মোংলায় বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছেন পুলিশ। গত রাতে বাড়ী বাড়ী অভিযান ও তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে পুলিশের অভিযানে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভূইয়া, কানাইনগর এলাকার যুবদল নেতা নজরুল পন্ডিত ও বাঁশতলা গ্রাম থেকে বিএনপি কর্মী জুলফিকার আলী আটক হন। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে গত রাতে অভিযান ও তল্লাশী চালায় পুলিশ। আকস্মিক পুলিশের এমন ধরপাকড়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে ঘিরে বিএনপির শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য ও নেতা-কর্মীদের মধ্যে আতংক সৃষ্টিসহ অবৈধভাবে গ্রেফতার শুরু করেছেন। সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী ও মিথ্যা মামলায় হয়রানী করছেন। এমন পরিস্থিতি সৃষ্টি না করে স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা উচিৎ বলে মনে করেন তিনি। নতুবা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হবে। পুলিশের এহীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও অহেতুক নেতা-কর্মীদের আটক এবং হয়রানী বন্ধসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বিএনপি নেতা লায়ন ফরিদ। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আগের নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা থানার আগের নাশকতার মামলার আসামী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *