May 13, 2025, 3:52 am
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৩০০ মন ধান সহ ডুবে যাওয়া ট্রলারটি ৩ দিন পর বৃহস্পতিবার দুপুর ১ টায় উদ্ধার হয়েছে। স্বরুপকাঠীর একটি ডুবুরি দলের সহায়তায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর সোমবার বরিশাল লাহারহাট থেকে ধান ক্রয় করে বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুরের ডান্ডোয়াট গ্রামে মঙ্গলবার রাত ১টার দিকে বানারীপাড়া কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা মালবাহী জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ধান বোঝাই ট্রলাটি ডুবে যায়। মালবাহী জাহাজটি ঘটনা স্থান থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় হায়দার ফকির(৫৮) ও হাবিব ফকির(৫৫) আহত হয়।#