February 5, 2025, 12:51 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় মো.শাকিল(২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে স্থানীয় দুলাই ইউনিয়নের দুলাই কারিকরপাড়া এলাকার মো.কামাল প্রামানিকের ছেলে। সোমবার দুপুরে দুলাই উচ্চ বিদ্যালয় গেট চত্বরে ইভটিজিংরত অবস্থায় শাকিলকে হাতেনাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।