অটোচালকদের সাথে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ::
ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসনে অটো চালকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুল ইসলাম।

মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালে নগরীর তারেক স্মৃতিঅডিটরিয়াম এর সামনে কোতয়ালী মডেল থানার উদ‍্যোগে অটোচালক সমিতির নেতৃবৃন্দের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার),২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান,সিটি কর্পোরেশনের কর্মকর্তা,অটো চালক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় ওসি শাহ কামাল আকন্দ অটোচালকদের উদ্যেশে বলেন, যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *