September 18, 2025, 9:51 pm
গোলাম মোস্তফা রাঙ্গা।
০৬ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে আলোচনা করবেন বড় রংপুর কামিল মাদ্রাসা, রংপুরের মুফাসসির হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন বরে মাহমুদ জামে মসজিদ, মডার্ণ, রংপুরের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন-নাহদা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।