May 13, 2025, 7:09 am
মংচিন থান, বরগুনা প্রতিনিধিঃ
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে ২০২১-২০২২অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষা র্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃওি বিতরণ করা হয়।
০৫ ই ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল এবং ১২৮ জনকে শিক্ষা বৃওি বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:রেজবি উল কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী অফিসার মো:এস.এম.সাদিক তানভীর, উপজেলা ভাইস- চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল,নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু, সোনা কাটা ইউপি চেয়ারম্যান মো:ইউনুচ ফরাজী,তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল,প্রধান শিক্ষক( অব:)আবুবকর ছিদ্দিক,
রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,সমাজ সেবক মি:চিংথানমং তালুকদার ,মি:মংথিন জো,মি:অংতেনসহ
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।