হবিগঞ্জে ধর্ষণের দায়ে দুই জনের মৃত্যুদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

১ ডিসেম্বর হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। এ সময় বিচারক আসামিদের প্রত্যেকে এক লাখ টাকা জরিমানাও করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন একই গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশাকরি ভবিষ্যতে অন্য কেউ একই অপরাধ করতে সাহস পাবে না।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্থানীয় বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিলেন ভুক্তভোগী। ওই বছরের ১৮ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামিরা রাতে ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। যাওয়ার সময় তারা বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে যায়। ১৯ জুন তার ভুক্তভোগীর বাবা বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। ওইদিনই তিনি মাধবপুর থানায় মামলা করেন। উক্ত মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *