বিশ্বকাপ জ্বড়ে কাঁপছে সারাবিশ্ব-পিছিয়ে নেই বাংলাদেশে

মোঃ লিটন মাহমুদঃ

এরই ধারাবহিকতায় মুন্সীগঞ্জ সদ‌রে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা সমর্থকরা।  

বুধবার  (৩০ শে নভেম্বর) বিকালে সরকা‌রি হরঙ্গগা ক‌লেজ মাঠ থেকে এ শোডাউন বের করেন  সমর্থকরা ।

শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক‌লেজ মা‌ঠে গিয়ে শেষ হয়।  

শোডাউনে কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক হাতে দলের পতাকা, বাঁশি এবং মোটরসাইকেল যোগে  আনন্দ উল্লাস করে।

শোডাউনে অংশ নেয়া আর্জেন্টিনার সমর্থকরা  শতভাগ আশাবাদী আজ রাতে তাদের প্রিয় দল আর্জেন্টিনা প্রতিপক্ষ পোল্যান্ডকে পরাজিত করে জয়লাভ করবে। তাদের প্রিয় তারকা খেলোয়াড় লিওলেন মেসির হাত ধরে এগিয়ে যাবে আর্জেন্টিনা দল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *