ক্ষেতলালে তিন সাংবাদিক সংগঠন একত্রিত করে আহ্বায়ক কমিটি গঠন

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট ক্ষেতলল উপজেলার সাংবাদিকদের তিনটি সংগঠন একত্রিত হয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিকাল ৫ টায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে ২৯ নভেম্বর থেকে ক্ষেতলাল প্রেসক্লাব নামে সংগঠনটি পরিচালিত হবে। ওই প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসন্মতিক্রমে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন চৌধুরীকে আহ্বায়ক এবং দৈনিক করতোয়ার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম আকন্দ, প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ও যুগান্তর প্রতিনিধি হাসান আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, কবি ও প্রাবন্ধিক কাজী রিয়াজুল কবীর অরুপ, সাংবাদিক আজিজার রহমান, আখতারুজ্জামান তালুকদার, আজিজুল হক, আনোয়ার হোসেন, এস কে মুকুল,
জি এম কিবরিয়া, মাহমুদুল হাসান চৌধুরী রকেট, একরামুল ইসলাম, আবু হাসান, শাহীনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসেন, এস এম শওকত,
আমানুল্লাহ আমান, এস এম ওয়াকিল, এস এম মিলন, আহমেদ পান্না ও বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের সমন্বয়ক ফেরদৌসী রানা চৌধুরীসহ আরো অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *