শান্তিচুক্তি রজতজয়ন্তীতে শীতবস্ত্র ও শিক্ষাসহায়ক সামগ্রী বিতরণে সেনাবাহিনী

রিপন ওঝা,মহালছড়ি।

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে আজ ৩০ নভেম্বর বুধবার প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্রসহ স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার স্থানীয় জনগণ ও কারবারীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের প্রতি স্থানীয় জনগণ ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করে।

পার্বত্যঞ্চলের সম্মিলিতভাবে বসবাসকারী স্থানীয় পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
এছাড়াও উক্ত মহতী অনুষ্ঠানে হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *