পঞ্চগড়ের ক্ষণজন্মা নেতা নাজিম জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি নিরহঙ্কারী ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্তি দিবস

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
সাদা মণের মানুষ পন্চগড় যৌথ শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি,জেলা রিক্সা -ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা কুলি শ্রমিক ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন, জেলা ঠিকাদার কল্যান সমিতি,জেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন সহ একটি জেলার প্রায় সকল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি।পাশাপাশি পন্চগড় জেলা জাসদ প্রতিষ্ঠাতা সভাপতি পরবর্তীতে সভাপতি, মুজীববাদী ছাএলীগের সাবেক সাঃ সম্পাদক,পন্চগড় জেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী,পন্চগড় পৌরসভার সাবেক সফল মেয়র(চেয়ারম্যান) যুদ্ধকালীন মুজীব বাহিনীর আঞ্চলিক কমান্ডার,বিএলএফের অন্যতম সংগঠক সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা “নাজীম ভাই “। প্রয়াত নাজীম উদ্দিন আহাম্মদ পন্চগড় মুক্ত দিবসে ২৯নভেম্বর তোমাকে কৃতজ্ঞ চিত্তে স্বরনকরি।স্বজন প্রীতির রাজনৈতিক পরিমন্ডলে তোমাদের/তোমার মুল্যায়ন হয়না তবে পন্চগড়ের ইতিহাসের সাথে তুমি জীবিত রবে কৃষক শ্রমিক তথা আপামর জনতা হ্রদয়ে।
খারাপ তথা মন্দ নিয়ে আলোচনা সমালোচনা করতে স্বার্থবাদী নেতৃত্ব পচ্ছন্দ করে,ভালো মানুষকে স্বরনে রাখেনা।তাইতো এ সমাজ এতো বিশৃঙ্খল। এজন্যই কোন নেতার নেতৃত্বকে কেও সন্মান করেনা।
যেদিন থেকে ভালো মানুষকে তাঁর প্রাপ্য সন্মান দিবে সেদিন থেকে এ সমাজ সুশৃঙ্খল হবে এবং ভালো নীতি-নৈতিকতার দিকে এগিয়ে যাবে।
পন্চগড় মুক্ত দিবসে ২৯নভেঃসকল জীবিত মৃত মুক্তিযোদ্ধাদের প্রতি মস্তক অবনত শ্রদ্ধা।
পন্চগড় মুক্ত দিবস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *