মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর ইউনিয়ন ভিজিডির এক মাসের বরাদ্দের চাল উধাও। উপকারভোগীরা বঞ্চিত। অভিযোগের তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু’র বিরুদ্ধে।
জুলাই ও আগস্ট দুই মাসের বরাদ্দের চাল গত ২৪ আগস্ট-২২ একসাথে উত্তোলন করে। কিন্তু এক মাসের বিতরণ করা হয়েছে এমন অভিযোগ উপকারভোগীদের।
জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২০২১-২২ সালের ভিজিডি/ ভিডব্লিউবি আওতাধীন কর্মসূচির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮৪৫ জন। তার বিপরীতে মাসে চাল বরাদ্দ পায় ২৫.৩৫০ মেট্রিক টন। স্থানীয়দের মাঝে কার্ড ভাগাভাগির জটিলতায় ২০২১ সালে জানুয়ারী থেকে চাল বিতরণ না করে, মার্চ মাস থেকে শুরু হয় চাল বিতরণ।
তারপরও ২০২১ সালে দশ মাসের মধ্যে আট মাস দেয়া হয়েছে চাল। এদিকে ২০২২ সালের জুলাই ও আগস্ট দুই মাসের চাল একসাথে ২৪ আগস্ট উত্তোলন করে। কিন্তু এক মাসের চাল বিতরণ করা হয় এবং সকল উপকারভোগীদের কাছ থেকে ভিজিডি কার্ড নিয়ে রেখে দেয় ইউনিয়ন পরিষদ। আজও কার্ড ফেরত পায়নি তারা।
এছাড়াও দুই বছরের ভিজিডি কার্ডে ২২ মাস পার হলেও চাল পেয়েছেন দুই বস্তা। আবার কেউ জানেন না তার নাম ভিজিডি কার্ডের তালিকায় রয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে অসংখ্য। কর্তৃপক্ষ বলেছে বিষয়টি আগেই শুনেছি তদন্ত চলছে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply