হাসপাতালে মায়ের মৃত্যু,বুকে পাথর চেপে পরীক্ষায় অংশ নেওয়া সেই সুমাইয়া পাশ করেছে

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

পানছড়িতে হাসপাতালে মায়ের মৃত্যু,বুকে কষ্ট নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সুমাইয়া আক্তার জিপিএ ৪.০৬ পেয়ে পাশ করেছে।

উল্লেখ্যঃখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতাল পাড়া এলাকার রফিকুল ইসলাম এর সহধর্মিণী ইব্রাহীম এর মা মৃত্যু বরণ করেছেন ।আর এইদিকে মায়ের মৃত্যুর সংবাদ শুনে মেয়ে সুমাইয়া আক্তার অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে সেলাইন ও ঔষধ দেন।

অন্যদিকে সেইদিন তার এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।সবাই শোকে কাতর। এই দিকে বিষয়টি খোঁজ পান পানছড়ি থানার ওসি আনচারুল করিম। তিনি তাকে সেলাইন দেওয়া অবস্থায় মানসিক সাপোর্ট ও উৎসাহ দিয়ে পরীক্ষার সেন্টারে নিয়ে যান।চাপা কষ্ট বুকে নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সুমাইয়া আক্তার। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *