February 5, 2025, 2:03 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন এবার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবাদি জায়গা অনাবাদি না রাখার জন্য মঙ্গলবার বিকেলে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্নজাতের বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় বক্তব্য রাখেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মোঃ মোরশেদ, যুবলীগ নেতা ইউছুফ খাঁন, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার আলহাজ্ব খোরশেদ আলম, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দুই শতাধিক পরিবারের মাঝে নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে বীজ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।