February 5, 2025, 5:02 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়েই যখন আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি, তখন ১৯০ হাত দীর্ঘ কালিমা সম্বলিত পতাকা টাঙিয়ে সৌদিআরবকে সমর্থন জানিয়েছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ঠেকরপাড়া বাজারের ব্যবসায়ীরা।
ওই বাজারে গিয়ে দেখা যায়, ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা দুলছে। দুই দলেই পাল্টা পাল্টি দুটি বড় পতাকা উড়িয়েছেন। তবে দুই দলকেই ছাড়িয়ে গেছে সৌদিআরবের পতাকা। যা নজর কাড়ছে সবার।
দোকানদাররা জানান, মুসলিম হিসেবে সৌদিআরবের সমর্থন নিয়েছেন তারা। হারলেও আফসোস নেই তাদের। তবে বিশ্বকাপে ভালো কিছুই করবে সৌদী আরব এমন প্রত্যাশা করছেন এই সমর্থকরা।