নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

রওশন আরা পারভীন শলিা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ব্রজপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র আলমগীর ইসলাম (৪৩)।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আলমগীর তার নিজ বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য একটি চুলা তৈরি করছিল। এ সময় তার প্রতিবেশি চুলার ধোয়া ঘরে যাবে মর্মে তাকে চুলা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় প্রতিপক্ষের আঘাতে আলমগীর মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *