ঈদগাঁওতে এক সন্তানের জননী নিখোঁজ

মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালীতে শাওরিন মোস্তফা রূপা(২২) নামের এক সন্তানের জননী গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।
আত্মীয় স্বজন’সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর কোন হদিস না পাওয়ায় ওই গৃহবধূ স্বামী নূরুল আনোয়ার বাদি হয়ে ঈদগাঁও থানায়
নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।
দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়,
পোকখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল হাশেমের মেয়ে
এবং একই গ্রামের লবণ ব্যবসায়ী নূরুল আনোয়ারের স্ত্রী এক সন্তানের জননী শাওরীন মোস্তফা রূপা(২২) গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বোনের বাড়ী থেকে ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর ঘরে ফিরেনি।
নিখোঁজের স্বামী কান্নাজড়িত কন্ঠে বলেন, ৩ বছরের কন্যা রুহীকে বাড়িতে রেখে মা ঘরে ফিরে না আসায় আমরা পরিবারের সবাই উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছি।
গত ৪ দিন ধরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে থানায় একটি ডায়েরি দায়ের করেছি।
ওদিকে ৪দিন ধরে মাকে না পেয়ে শিশু সন্তান রুহী নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিনরাত অবিরাম কান্নাকাটি করে সবাইকে অস্থির করে তুলেছে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *