পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ তিনদিন পর উদ্ধার

মোংলা প্রতিনিধি
মোংলার পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে কানাইনগর এলাকায় পশুর নদীর চরে ভাসতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে লাশের পরিবারকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পরিবারের লোকজন লাশটি বাড়ী নিয়ে যায়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বনবিভাগের কাছ থেকে বৈধ পাস পারমিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ শিকারে যায় জয়মনির বশির শেখ। মাছ শিকারের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যায় জেলে বশির। এরপর খবর পেয়ে ওই রাতে নিখোঁজের স্বজনসহ অন্যান্য জেলেরাও লাশের সন্ধানে তল্লাশী চালালেও বশিরকে খুজে পাননি তারা। পরদিন নৌ পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয়রা জেলেরা লাশের সন্ধানে নামেন। কিন্তু তাতে লাশের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর সোমবার সকাল ৯টার দিকে পশুর নদীর কানাইনগর এলাকার চর থেকে ভাসমান লাশটি করেন স্থানীয় জেলেরা। পরে লাশের পরিবারকে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান স্বজনেরা। ওসি মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোন আপত্তি ও অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরে হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *