নাগরপুরে অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সার্জেন্ট নজরুল

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ওয়াহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের উদ্দেশ্যে ১৯ নভেম্বর ২০২২ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণ করত: নির্বাচনী তফসিল ঘোষিত হয়। তদনুযায়ী ০৫ টি পদের বিপরীতে ১০টি মনোনয়ন পত্র বিক্রি হয়। কিন্তু ৫ জন প্রার্থী নির্দিষ্ট তারিখের পূর্বেই প্রার্থিতাপদ প্রত্যাহার করায়, অবশিষ্ট ৫ জনকে বিজয়ী ঘোষণা করেন।
নব্য অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. নজরুল ইসলাম খান, এসএসসি ১৯৯০, এইচএসসি ১৯৯২ ও বি এস এস ২০১৭ সালে পাস করেন। তিনি বেকড়া উত্তরপাড়ার মরহুম আব্দুল হামিদ খান ও মাতা লাইলী বেগমের চার সন্তানের প্রথম।
এইচএসসি পাশের পর ১৯৯৩ সনে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হন। সর্বশেষ ২০২১ সালে সেনা সার্জেন্ট পদে চাকুরী হতে অবসর গ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে তিন কন্যা সন্তানের জনক।

নাগরপুর, টাঙ্গাইল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *