বি এম মনির হোসেনঃ-
বিজয়রে মাস ডিসেম্বর শুরুর আগেই স্বাধীনতা বিরোধীরা মাথাচারা দিয়ে ওঠে ভেঙ্গে ফেলেছে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী ও তাদের দোষরদের হাতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ ও উপজেলা চোরম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে ২০ নভেম্বর রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া পতিহার গ্রামের লক্ষীকান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ১০/১২জনের স্মরণে পতিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থানীয়দের আর্থিক সহায়তায় নিহতদের নাম সম্বলিত একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করে ২০০২ সালে। রবিবার রাতে স্বাধীনতা বিরোধীরা ওই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে চুরমার করে দেয়।
২১ নভেম্বর সোমবার সকালে স্থানীয় নাট্য বক্তিত্ব সন্টু সরকার সকালে হাটতে বেরিয়ে ভেঙ্গে ফেলা স্মৃতিস্তম্ভ দেখে স্থানীয়দের অবহিত করেন। ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু অবহিত হয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে ২১ নভেম্বর সোমবার সকালেই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদশন করেন।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বিজয়ের মাসের পূর্বেই স্বাধীনতা বিরোধীদের এমন অপতৎপরতা মেনে নেয়া যায় না। আইনগতভাবে বিচারের দাবি জানিয়েছেন তিনি।
Leave a Reply