February 5, 2025, 5:48 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় সদর জালাসী মোর এলাকায় দুটি অটো চার্জার গ্যারেজে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান যুগ্ন ও জেলা দায়রা জজ বিদ্যুৎ ম্যাজিস্ট্রেট আদালত দিনাজপুর অদ্য ১২ ঘটিকার সময় সুপ্ত গ্যারেজ ও মনসুর অটো চার্জার গ্রেজ পঞ্চগড়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিটার বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট মামলা করেন। নির্বাহী প্রকৌশলী এনার্জি ucmc মোহাম্মদ মজিবুর রহমান জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অটো চার্জার গ্রেজগুলোতে অত্যাধুনিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরি করছে এই চক্রটি আমরা মিটারগুলো পরীক্ষা করে দেখি আলাদা রিমোট কন্ট্রোল সার্কিট লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে রিমোট সার্কিট অবৈধ তার জব্দ করি গ্যারেজের মালিক উপস্থিতি না থাকায় কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গ্যারেজ সিল গালা করি এবং মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান ও সদর থানার এসআই ভবেশ চন্দ্র সঙ্গীহ পুলিশ ফোর্স সহ উপস্থিত ছিলেন।
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়