নাচোলে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ কনেস্টবল আহত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার শ্রীরামপুর অক্সফোর্ড একাডেমীর পাশে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ কনেস্টবল আহত হয়েছে। আহতরা হলেন, কনেস্টবল পলাশ ও আলমগীর। ঘটনাস্থল থেকে ৫ টি তাজা ককটেল উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের (একাংশের) কর্মীসভা হওয়ার কথাছিলো।

সেখানে পুলিশ বাধা দিলে ছাত্রদলের কর্মীরা সভাস্থল ত্যাগ করে। ওই সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হলে ২জন পুলিশ কনেস্টবল আহত হয়। পরে সভাস্থলের পাশ থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নাচোল থানার অফিসার
ইনচার্জ মিন্টু রহমান জানান,
থানার অনুমতি ছাড়াই তারা সমাবেশ করার প্রস্তুতি নিলে পুলিশ জানতে পেরে বাধা দিলে ঘটনা স্থল ত্যাগ করার মুহূর্তে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *