পঞ্চগড়ে তক্ষকসহ ৪ পাচারকারীকে গ্রেফতার

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড়ে তক্ষকসহ ৪ পাচারকারীকে গ্রেফতার
পঞ্চগড়ে ক্রেতা সেজে তক্ষক কিনতে গিয়ে ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ।

দেবীগঞ্জ থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ-এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সাথে কথা হলে তারা তক্ষকটির মূল্য ৩ কোটি টাকা দাবি করে। একপর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ তাদের আটক করেন। এই সময় পাচারকারী দলের এক সদস্য পালিয়ে যায়।

আটক ৪ পাচারকারী হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরি এলাকার লালু মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৪০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মনিপাড়া এলাকার সমারু চন্দ্রের ছেলে দেবারু চন্দ্র (৩৫), পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)- রনজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *