February 5, 2025, 6:42 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা : বানারীপাড়ায় দুইটি গার্ডার ব্রিজ পার হতে পথচারীদের বাঁশের মই দিয়ে পার হতে হয়। বানারীপাড়ার রায়ের হাট থেকে ফাইজুল হক ব্রিজ পযর্ন্ত সড়কের মাঝের খালে দীর্ঘদিন ধরে গার্ডার ব্রিজের
নির্মাণ কাজ চলছে। বর্তমানে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। এজন্য এপ্রোচের কাজ শেষ না হওয়ায় সড়কে চলাচলকারী যান বাহন পার হতে পারছে না। পথচারীরা বাঁশের মই দিয়ে বিপদজনক অবস্থায় পার হচ্ছে। এ সড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা স্বরুপকাঠীর সাথে যোগাযোগ করতে দারুন ভোগান্তির শিকার হচ্ছেন। ব্রিজটি নির্মান ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৯৫ লক্ষ টাকা। ফাইজুল হক ব্রিজ এলাকার ভুক্তভোগী মোঃ জাকির হোসেন, অটোচালক আব্দুর রহিমসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এসড়কের গার্ডার ব্রিজটি মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান এপ্রোচের কাজ সম্পন্ন না করে যেনতেন ভাবে বাঁশের মই লাগিয়েছে।
সরেজমিনে দেখা যায়, একই ভাবে ফাইজুল হক ব্রিজ থেকে বানারীপাড়ার দরবেশ গেট পর্যন্ত সড়কের মাঝি বাড়ির সামনের একই প্যাকেজের গার্ডার ব্রিজের কাজের অবস্থাও একই রকম। এ ব্রিজ নির্মাণে ব্যয়ের বরাদ্ধ এক কোটি ৬৫ লক্ষ টাকা। ভুক্তভোগীরা এ সড়কের গার্ডার ব্রিজ দু’টির এপ্রোচ কাজ অতিসত্ত্বর শেষ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জানান, একই প্যাকেজের গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে যত দ্রত এপ্রোচের কাজ সম্পন্ন করে জনচলাচল করতে পারে সে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।#