January 15, 2025, 8:37 am
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মোল্লাপাড়া এলাকার চেঙ্গী নদীর পাশে ইজারা বিহীন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করায় নিজাম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।
মঙ্গলবার (১৫ নবেম্বর) রাত ৮টার সময় ২০১০ এর ৪ ধারায় মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী কয়েকটি মহল।পানছড়ির চেঙ্গী নদীর বিভিন্ন স্থান থেকে চলছে বালু খেকো সিন্ডিকেটের এই অবাধ বিচরণ।
এই সময় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেন,চেঙ্গী নদীতে ইজারাবিহীন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ভাবে বালু উত্তোলন করে এলাকার ক্ষতি করার কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ইজারা দেওয়া স্থান থেকেই বালু উত্তোলন করতে হবে।এরপরও যদি বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।