পাথরঘাটার জঙ্গল থেকে মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি: ১৬ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে ফাঁদে আটকাপরা একটি মৃত হরিণ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

পাথরঘাটা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মোঃ আল-আমিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোজ নিয়ে জানাগেছে,একটি চক্র দীর্ঘদিন ধরে বনের হরিণ ও গাছ সহ নানা মূল্যবান সম্পদ কৌশলে পাচার করে আসছে। তার-ই ধারাবাহিকতায় তাদের পেতেরাখা ফাঁদে বুধবার ওই হরিণটি ধরা পরে বলে স্থানীয়রা জানায়।

বিষয়টি প্রসংগে বনবিভাগের বিট কর্মকর্তা আল-আমিন বলেন, হরিণটি রাতের কোনো একসময় ফাঁদে আটকা পরে। মারা যাওয়ার আগেই সেটিকে শেয়ালে খুবলে খুবলে খেয়া ক্ষত-বিক্ষত করে।

হরিণের ময়নাতদন্ত সহ সকল আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হলে মৃত হরিণটি মাটিচাপা ও ফাঁদ গুলো পুড়িয়ে ধ্বংস করা হতে পারে বলে জানান ওই বিট কর্মকর্তা #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *