পিস্তল ৮ রাউন্ড গুলি সহ দুই যাত্রী আটক

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
পঞ্চগড়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ মাসুম কামাল মাসুম (৬০) ও আহসান হাবীব (৪০)নামের দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) রাত ১১টায় দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত মাসুম কামাল মাসুম বগুড়া জেলার গোহাইল রোড সুত্ররাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে।একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনে অভিযান পরিচালনা করে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করা হয়।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান,অস্ত্রসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের দাবী এটি বৈধ অস্ত্র। আমরা তাদের লাইসেন্সটি দেখেছি সেটা ভূয়া মনে হচ্ছে।আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *