August 20, 2025, 8:19 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ । রবিবার(১৩ নভেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধনে এটুআইয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও আখতারুজ্জামান জর্জ এর স ালনায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে বাংলাদেশ উন্নত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখন মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করায় শিক্ষার মান উন্নত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। অনুষ্ঠানে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম.মনিরুজ্জামান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় ব্যাপক দর্শনার্থীদের ভিড় দেখা যায়। উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৪টি স্টল স্থান পায়। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার,পোস্ট-ই-সেন্টার,ই-কমার্স,আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠান), শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। শেষে মেলায় স্টলগুলোর মধ্যে প্রথম স্থান অধিকারী উপজেলা কৃষি অফিস সহ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।